। চন্দ্রাহত।


রাত জেগে আছি আমি তারাদের মতো।
টিমটিম ইচ্ছেরা জ্বলছে নিভছে।
ছায়াপথ জুড়ে থাকা স্মৃতিদের ক্ষত,
চাঁদ চলে গেছে  সেটা মানতে শিখছে।


চাঁদ তুমি গেলে কই বিনা বলেকয়ে?
আমার স্বপ্ন গেলে নিকষ আঁধার
মেঘেদের টিপ্পনি রোজ যাই সয়ে
তুমি ছাড়া মহাকাশ নষ্ট আমার।


মাঝে মাঝে আকাশের বাকি তারা দেখি
স্বাতী বা অরুন্ধতী, মঘা অশ্লেষা
তোমার বিহনে এরা কেউ জ্বলবে কি
কানে আসে টগবগে সময়ের হ্রেষা।


ওহে চাঁদ, তুমি চাঁদ, অমা ছিঁড়ে ফেরো
আকাশ ভাসুক পুনঃ জ্যোৎস্না জোয়ারে
নামহীন যেই তারা চিরকেলে হেরো
সেও তবে একরাত বেঁচে যেতে পারে।


আর্যতীর্থ