।দায়।


নেকড়ে কাছেপিঠেই আছে
সহজ শিকার শিশুর খোঁজে
তোমার আমার ভিড়ে মিশে
গা ঢাকা দেয় সে সহজে।


নেকড়ে তো চায় পুতুলগুলো
ক্যাডবেরিতে বশ  মেনে যাক
ইচ্ছে মতন পুতুল ছিঁড়ে
সে তার কালো আশ মেটাক।


বিপদ আছে সব পুতুলের
ধনীর ঘর বা ফুটপাতে
কালকে যেটা পার্কস্ট্রিটে হয়
আজকে জি ডি বিড়লাতে।


আমরা তবু গা করি না
শেখাই না কে মন্দ লোক
ঘটনা সব ঘটার পরে
মিডিয়াতে মানাই শোক।


পুতুল ছেঁড়ার এত সাহস
পায়না এরা একদিনেই
আগে করেও পার পেয়েছে
কারণ সেটার রিপোর্ট নেই।


আমরা পারি ভাঙচুর আর
রাস্তা রোকো, অবস্থানও,
বাসে যাওয়া স্কুলকিশোরী,
নয় নিরাপদ , সবাই জানো।


বিনা প্রতিবাদ দেখো যাদের
ভিড়সুযোগী নোংরা হাত,
ফাঁকা পেলে সেই কালোরাই
ধর্ষক হয় অকস্মাৎ।


ধরতে গেলে পুতুল ছেঁড়ার
জন্য দায়ী আমি তুমি,
এড়িয়ে গিয়ে তৈরী করি
পশুগুলোর চারণভূমি।


অচেনা  এক কিশোরীকে
তোমার পাড়ায় টোন কাটে
তুমি দেখো এদিক ওদিক
কে যেচে যায় ঝঞ্ঝাটে।


আসল ব্যাপার সেখানে নয়
ঘটছে এসব কোন পাড়ায়,
তোমার নিজের মেয়ের মতোই
ওই কিশোরী তোমার দায়।


জানি তুমি ভাবছো বসে
জ্ঞান তো অমন যায় দেওয়া
এদের সাথে লাগি যদি
ফল তো শুধু মার খাওয়া।


সেরকমই ভাবার ফলে,
নেকড়ে এত বাড়ছে আজ
সুযোগ পেলে টোনকারীরাই
পুতুল করে লুটতরাজ।


ঘটতে পারে তোমার ঘরে
আজ যা জি ডি বিড়লাতে
দায়িত্বটা সবাই এড়াই,
শেষে ক্ষতি কার তাতে?


আর্যতীর্থ