।ড্যাম ফুল।


সাঁইসাঁই গতি নেওয়া
ঝকঝকে বাইকে
ছবি পোস্টালে তার
ভরে লাখ লাইকে।
চুলটা মো’হক করা
এক কানে দুল পরা
জি এফ কে নিয়ে যায়
লেহ লাদাখ হাইকে।
জীবনের মজাটা,
ছাড়েনাকো একচুল,
আশপাশে চিৎকার
ডুড তুমি হেবি কুল।
কিন্তু  এ গতিবান
হেলমেট ছাড়া যান,
ভাবেন এসব শুধু
ট্রাফিকের ভুল রুল।
একদিন ক্ষণিকে
পিছলিয়ে হিরোটি
সপাট আছাড় খেয়ে
ভাঙলেন করোটি।
কটাদিন খুব লড়ে,
চিরঘুম হিমঘরে,
গাঁদামালা সজ্জিত
তরুণের ফটোটি।
হিরোগিরি ধুয়ে দিলো
বিনা হেলমেট ভুল
ভাগ্য চেঁচিয়ে বলে
কুল নয়, ড্যাম ফুল!


মিষ্টি সে মামণি
পথপানে নেই মন
গুনগুন গেয়ে যায়
কানে দিয়ে হেডফোন
আশপাশ দিয়ে গাড়ি
গাদা গাদা বাস লরি
মামণিটি স্রাগ করে
মাঝগানে জ্বালাতন!
হর্ন দেয় ড্রাইভার,
প্যাঁক প্যাঁক পোঁ পোঁ
মামণি খেলতে থাকে
যাকে পাবি তাকে ছো।
হেডফোনে গান চলে
বন্ধুরা কথা বলে,
এদিকে সবুজ লাইট
গেট সেট রেডি গো!
গাড়ি বেসামাল হয়
মামণিকে এড়াতে
এসেছেন মহোদয়া
যেন পার্ক বেড়াতে।
দুম করে ধাক্কা
ইহকাল ফক্কা.
ফুল ঢেকে শ্মশানে
লাশ ঢোকে সে রাতে।
যতটা ভাবছো অত,
হেডফোন নয় কুল,
রাস্তায় কানে দিলে..


কি আবার, ড্যাম ফুল!


আর্যতীর্থ