।ডানা।


ওড়বার ডানা বন্ধকী রেখে শান্তি কিনেছো জানি
জানলার থেকে চিলতে আকাশ তাও দেয় হাতছানি
মাঝে মাঝে মেঘ ভেসে চলে আসে
দেখেছো কি তাকে কোনো অবকাশে
নাকি ওপরেই চাওনি কখনো এত তুমি অভিমানী।


মানছি মেঘের সিঁদুরের রঙে বিপদের স্মৃতি লেখা
পোড়াদাগগুলো ভাঙা আয়নাতে মিনিট জ্বালায় একা।
কেউ সাথে উড়ে করেছিলো ছল,
মন ভাঙা চোখে অফুরান জল,
মানছি কঠিন স্বাভাবিক চোখে আবার আকাশ দেখা।


ঘড়ির কাঁটারা এগিয়ে চলেছে, সবেতে নির্বিকার,
বয়েস দিয়েছে ক্ষত সারাবার বলো তো দিব্যি কার!
আকাশের দিকে ফের না তাকালে,
ইচ্ছেকে ঠেলে ঘাড় না বাঁকালে,
স্মৃতি দিয়ে যাবে আজীবন জেনো হুমকি ধমকি তার।


ওড়বার ডানা বন্ধকে দিয়ে অন্ধ করেছো মন,
নতুন স্মৃতির অভাবে পুরোনো করে চলে জ্বালাতন।
আবার নাহয় কিছু ভুল হবে
পুরো ঠিক  আর কে করেছে কবে
সব সুখে কিছু অসুখের ঝুঁকি লেগে থাকে সারাক্ষণ।


আকাশ ডাকছে, তোমার জন্য অপেক্ষা করে মেঘ,
ডানা ঝাপটাও , ধুলোর মতন ঝেড়ে ফেলে উদ্বেগ।
সাথী নাই পেলে , একা একা ওড়ো,
মন ভালো করে নিরালা সফরও,
বাঁকা কথাদের পিছনে ফেলুক ঝড় হওয়া গতিবেগ।


আর্যতীর্থ