। দায়ভার।


কিছু জয়লাভে মনে আনন্দ জাগেনা
বরঞ্চ মন কাঁপে তীব্র বিষাদে,
প্রতিশোধ আর তত মধুর লাগেনা,
জিহ্বা জ্বলতে থাকে স্থুল কটু স্বাদে।
মনে ফেরে বারবার ওত পেতে থাকা
নারী ছিঁড়েখুঁড়ে খাওয়া ধর্ষক খুনী
লজ্জার স্মৃতি যত কালো রঙ মাখা
দিল্লী শহর থেকে গ্রাম কামদুনি।
প্রতিবার শুনে গেছি এক সংলাপ
ফাস্ট ট্র্যাক আদালত, কত হেনাতেনা,
সালিশীর সভা তবু ডেকে যায় খাপ,
নারীধর্ষণে তারা দোষ দেখেনা।
ধর্ষিতা কিশোরী আজও সত্যিটা জানে
কিভাবে বদলে যায় পড়শির চোখ,
কেমন নিপুণভাবে পুলিশী বয়ানে
ঘটনা হারায় তার দাঁত আর নখ।
এখনো বিচার চেয়ে মাথা কুটে মরে,
প্রায় নির্ভয়া হওয়া শ'য়ে শ'য়ে মেয়ে,
ক্ষত খুঁটে ঘা করা আইনি আঁচড়ে
রোজ ভাবে মরা ভালো ছিলো এর চেয়ে।
নির্ভয়া পশুদের হয়েছে বিচার
রাতঘুম নিরাপদ তবু কি সুজন?
দেশ কাল সময়ের রোজনামচার
একটাও দিন নেই বিনধর্ষণ।
যদি বলো এ লাজের দায়ভার কার,
শাসককে দোষারোপ কেন শুধু করো
টিজিং না-দেখা করে ঘুরিয়েছি ঘাড়,
এমন হওয়ার দায় তোমার আমারও।
আমরা বালিতে যদি মুখ রাখি গুঁজে
প্রতিবাদ অন্যের কাজ বলে ভাবি
জ্বলা মোমবাতি যাবে দপ করে বুজে,
আঁধার হুমকি দেবে ' কোথায় পালাবি?
রক্তে আগুন যদি জ্বালে কামদুনি,
মান যদি দিতে চাও নির্ভয়াকে,
তবে যেন টিজিংয়ের প্রতিবাদ শুনি
আটকিও ভিড়ে চোরা অসভ্যতাকে।


আর্যতীর্থ