। দেজা ভ্যুঁ।


এইবারে, আমাদের সময় উড়ে যাবে তোমাদের সময়ের দিকে।
ক্রমে মিশে যাবে এক বিন্দুতে এসে, যেখানে বলবে ঘড়ি আমাদের সময়ের তফাত শূন্যে এসে ঠেকে গেছে ফের,
ঘড়িদের অংকরা বারবার সীমাতে ধরতে চায় ইনফিনিটিকে।


আমরা যাচ্ছি আগামীতে ,নাকি তোমরা পিছিয়ে আসো আপন গতিতে?
হতে পারে জাহাজের পাশ দিয়ে  যাওয়া মেঘ শুধু ভ্রম,
হয়তো আমরা স্থাণু, সামনে যাচ্ছি ভেবে আসলে স্থবির,
তোমরা মেঘের মতো ধেয়ে আসো আগামীর থেকে অতীতে।


হয়তো সে কারণেই, ইতিহাস ফিরে আসে, ভুলে যাওয়া ভুলেদের মতো।
সহস্র এক রজনী পেরিয়ে, অকারণ হত্যামিছিলে অশ্রুর দাবী এক থাকে, বারবার ভাগ হওয়া হোমো স্যাপিয়েন্স আরো বিভাজিত হয়,
জুড়োয় না , ফুরোয় না, হয়তো সে কারণেই অবিরাম যুদ্ধের ক্ষত।


তবে কি ক্যালেন্ডারে মিথ্যা সালেরা বাড়ে, অতীত আগামী হয়ে ঘুরে ফিরে আসে?
‘ দেজা ভ্যুঁ’ আসলে সেই চেনাশোনা আগামীর ছেঁড়াখোঁড়া স্মৃতি? আসলে তুমি ও আমি , আবার যাচ্ছি হেঁটে বহুহাঁটা পথে?


উত্তর লেখা আছে বিগ ব্যাং থেকে চুপ থাকা মহাকাশে...


আর্যতীর্থ