। ডেপুটেশন।


নিধিরাম, ভালো আছো? বসো, বসো, উঠতে হবেনা,
সম্মান দাও আর না দাও,  চিন্তায় বড় আর তফাৎ গড়ে না।
তা, হঠাৎ আমার কাছে কোন দাবী নিয়ে? বলাই বাহুল্য,
যেটাই চাইবে তাতে উত্তর এক পাবে, ' দেখছি'। জানোই তো,
অমূল্য সময়, তোমাদের কথা শুনে মাথা নাড়া সম্ভব, মগজ খাটানো নয়। বোঝোই তো বাপু, এসবের সমাধানে বেশ কাঠখড় লাগে জ্বালানী হিসেবে। বন্দোবস্ত হলে জুৎসই,
তবেই নিশ্চিন্ত মনে পাকা ধানে মইটই দেওয়া যাবে কারো,
তা যদি না পারো, তাহলে তো হাতপামাথা বাঁধা আমারও।
নিধিরাম, তোমাদের মতো আরও কত লোক আসে রোজ রোজ, ভাবা যায় না! সাতজন্মের যত না পাওয়া বায়না
নিয়ে সবাই হাজির, ওই দেখো, আজকেও কি দারুণ ভিড়
ঘরের বাইরে। সকলের সবকিছু শুনে নিতে হয়, বুঝলে তো,
তাতেই তো বোঝা যাবে , কোথায় আগুন আছে ছাইচাপা হয়ে,
বিপদসীমার ঠিক কতটা ওপর দিয়ে জল যায় বয়ে, মোটামুটি একখানা হিসেব তো থাকে ! যাকগে এসব কথা, আপাতত বলো আমাকে, হঠাৎ সদলবলে কি মনে করে আজ?
তাড়াতাড়ি বলে ফেলো, দিনভর জমে আছে কাজ, ভিড়ের আওয়াজে ইদানিং বড় মাথা ধরে । যতকিছু ক্ষোভ জমে তোমার ভেতরে, নিধিরাম,সবটুকু উগরিয়ে তাড়াতাড়ি ওঠো,
প্রতিবাদ শেষ করে আবার ঘানিতে গিয়ে জুতে যেও কাল,
পাত্তা দেবোনা সেটা জানোই তো বাছা, কবেই নিয়েছি কেড়ে ঢাল তরোয়াল।


আর্যতীর্থ