। ধরো ।


ধরা যাক, অতীতের ভুল সব মাফ করা গেলো।
কতটা রক্তক্ষয়, কাদের হকের ধন কারা লুটেছিলো,
ধরা যাক, সে সব তর্কগুলো অমীমাংসিত ভাবে শেষ করে,
বাক্সবন্দী করে ফের তালা খোলা নিষিদ্ধ করা হলো গণ শিলমোহরে।


হয়তো সেই সময় মুছে যাবে অকারণ বিদ্বেষে গণহত্যার এই আদমসুমারি,
হয়তো তখন বিস্ফোরিত বিস্ময়ে সময় দেখবে বসে,
কালো ধলো পীত মিলেমিশে, আমরাও আগামীতে হেঁটে যেতে পারি..


ধরো,যাজকেরা হঠাৎ ঘোষণা করলেন, স্বর্গ নরক কিছু নেই,
জন্ম ও মৃত্যুকে শুরুশেষ ধরে নিয়ে বেঁচে থাকা আছে শুধু বর্তমানেই,
সবার হিসেব হবে এই দুনিয়ায় , পাপ আর পুণ্যকে মাপা হবে পড়শির বিচারনিরিখে,
দেখা হবে মধ্যজীবনে, ক্রীত আর কৃত কর্ম মিলিয়ে, কখানা আঙুল তোলা আছে কার দিকে।


তখন হয়তো লোভাতুর চোখেরা ভয় আর লজ্জায় নিজেদের হাতগুলো সামলিয়ে নেবে,
হয়তো তখন অবশেষে শূন্য লেখা হবে আগামীর পৃথিবীর রোজকার ধর্ষণ হিসেবে..


ধরে নাও একদিন পেটে কত খিদে আছে সেটাতেই মাপা হবে প্রাপ্য তোমার,
ধরে নাও এত ভালোবাসাবাসি হবে দেশে দেশে, প্রয়োজন থাকবেনা গুলি ও বোমার।
ধরে নাও একদিন তাবত ধর্মরা নতজানু হয়ে ক্ষমা চেয়ে নেবে মানুষ নামটার কাছে,
ধরে নাও একদিন এমন সুদিন হবে,
সুখেরা নুড়ির মতো বিছানো থাকবে জীবনের আনাচেকানাচে...


তুমি বলতেই পারো বাস্তব মাটি ছেড়ে অলীক স্বপ্নপথে কেন আগুয়ান,
লেননের কথা ধরে এটুকু বলতে পারি, আই অ্যাম নট দি ওনলি ওয়ান...


আর্যতীর্থ