। ধোলাই ।


জনগণমনে আজ ধোলাইয়ের চিন্তা
কাকে যে কখন দেবে ভেবে কাটে দিনটা
আসামে বা তামিলে, শহর আর গাঁ মিলে
থেঁতলে মানুষ মেরে নাচে তা তা ধিন তা।


রোজ কিছু লোক মরে ভাইরাল গুজবে
ধিকি ধিকি আগুনকে ঠিক কেউ খুঁচোবে
তেলে ভেজা সলতে ,শুরু করে জ্বলতে,
কারোর ক্ষমতা নেই এই চিতা বুজোবে।


যদি ভাবো ভাইরাল পিছে আছে কে তারা
যার কোপে মরে যায় শ’য় শ’য় বেচারা,
রাজনীতি আঙনে ,বিরোধীর ভাঙনে
পোস্টট্রুথ দিয়ে শুরু করেছেন নেতারা।


তথ্যকে মুড়ে দিয়ে সত্যকে বেঁকিয়ে
রূপকথা তাত দিয়ে ইতিহাস সেঁকিয়ে
গুল দিয়ে একগাদা ,গেছেন হরেক দাদা
দুর্জন সুযোগীকে পথখানা দেখিয়ে।


দোমড়ানো লাশ সাথে তুলছে নিজস্বী
পুলিশ ঘুমায় তবু নাকে দিয়ে নস্যি
হক কথা জেনো ভাই, এগোবার আগে চাই
জেনে নেওয়া ঘাতকরা ঠিক কার পুষ্যি।


হাত তুলে দিয়েছেন যথারীতি গরমেন্ট
কেন আর ভোটব্যাংক করবেন টরমেন্ট
হাঁউ মাঁউ খাঁউ করে , দায় মিডিয়ার ঘাড়ে
জুকার সাহেব  যেন ফেথফুল সারভেন্ট।


সুতরাং নাগরিক, ম্যাঁও নিজে সামলাও
বিনামেঘে হুট করে হতে পারে হামলাও
ধোলাইয়ের দুনিয়ায়, কখন কি ঘটে যায়,
বিচার পাবেনা কেউ করে কোটি মামলাও।


রোজ তাই বেঁচে গেলে ইষ্টের নাম নাও..


আর্যতীর্থ