।ধৃতরাষ্ট্র।


যাই দেখো তাই বলতে হবে , এমন কেন হে সঞ্জয়?
গুছিয়ে যদি বলতে পারো, মিথ্যেকথাও সত্যি হয়।
চোখের মাথা কবেই গেছে , জন্ম থেকেই অন্ধ তো,
দুকান দিয়ে শব্দ ঢুকে সুখ তো আনুক অন্তত।


পুরোপুরি মিথ্যে যদি বলতে গেলে জিভ কাঁপে,
অবাঞ্ছিত সত্যিটাকে কাটতে পারো কানমাপে।
ভীম অর্জুন ধ্বস্ত করে, সেটাই বলা কার্য কি?
বরং বলো , নাস্তানাবুদ হচ্ছে কোথায় সাত্যকি।


তা ছাড়া জিভ কাঁপবে কেন,মিথ্যে কেন বেঁকায় মুখ?
হাজার হলেও মনে রেখো , তুমি আমার বেতনভূক।
আমার খেয়ে আমার পরে আমায় কটু খবর দাও,
তার মানে তো হয়নি ভালো দিব্যদৃষ্টি ফোকাসটাও।


কোথায় কখন কোন শঠতায় সত্যি লুকায় দুর্যোধন,
ওসব জেনেও অন্ধ আমি করেছি কি সংশোধন?
শান্তিকালেই ধার ধারিনি, এখন তো ঘোর যুদ্ধ রে
সপ্তরথী মারলে কিশোর, হাততালি দিই খুব জোরে।


শোনাও আমি যা শুনতে চাই, সত্যিটা কে শুনতে চায়,
দিনের শেষে সবাই নিজের লাভের কড়ি গুনতে চায়।
অন্ধতাটা সব শাসকের বলতে পারো ইচ্ছাকৃত,
সবকিছু ঠিক দেখতে হলে থাকতো না এই রাষ্ট্র ধৃত।


মিথ্যে করেই ভালো থাকার খবর শোনাও হে সঞ্জয়
অন্ধ আমি, জানতে চাইনা আসছে কখন বিপর্যয়।


আর্যতীর্থ