। দোহাই খেয়াল করো।


অনুচ্চ আর গুহ্য বিষয় সবসময়েই উহ্য কি?
আজও নারাজ কইতে কথা, ক্ষতিটা কার বুঝছো কি?
স্কুলগুলো আর নয় নিরাপদ
ঘাপটি মারে ধর্ষশ্বাপদ,
কিসের জন্য এমন বিপদ, কারণগুলো খুঁজছো কি?


নিশ্চিন্তে যাচ্ছে চলে সোনামণি স্কুলবাসে,
কেউ কি জানে ওখান থেকেও সর্বনাশের হুল আসে?
ড্রাইভার আর বাসের ক্লিনার
বিশদ তাদের জানে কে আর
যদি ভাবো মালিক জানে, আছো তবে ভুল আশে।


টিচার কেমন পড়ায় স্কুলে সে তথ্য তো ঠোটস্থ
দারোয়ানের তথ্য জানো সম্ভাবনা দূর অস্ত
বাথরুমে কি নজর থাকে
সেসব কে আর খবর রাখে
তুমি দেখো ক্লাসের পড়া কেমন হলো মুখস্থ।


তুমি যখন বাইরে থাকো, কে ক্ষুদেটার খেয়াল করে?
মনে রেখো কত সময় দুজন থাকে একলা ঘরে।
দিচ্ছো তাকে যে বিশ্বাসে
সত্যি সেটার যোগ্য কি সে
জরিপ সেটা রোজ কি করো কাজের শেষে ফেরার পরে?


জানোই তো এই পৃথিবীটা নয়কো মোটে তুলসীধোয়া।
শিখিয়েছো শিশুকে কি কাকে বলে মন্দ ছোঁয়া?
ধর্ষক সব মুখিয়ে আছে
চেনার মাঝে লুকিয়ে আছে
তুমি যত বেখেয়ালে ওদের ততই বারো পোয়া।


বলছি না যে এই দুনিয়ায় তাবত লোক সবাই খারাপ
খারাপ আছে ভালোর সাজে পরিস্থিতির সেটাই তো চাপ
শিশুর সাথে সময় কাটাও
দোহাই ওদের জীবন বাঁচাও
বড় হওয়ায় না রয়ে যায় ধর্ষকামীর কদর্য ছাপ।


আর্যতীর্থ