। দই।


শেষপাতে যে দই রেখেছেন , কত যে তা মিষ্টি ঘন,
আর কতবার শুনবো প্রভু?
ওতে তো আর হয়না নিভু খিদের জ্বালা হাঘর পেটে ।
পাত পেড়ে সেই বসেই আছি,কখন আসে , কখন জোটে,
লেবু এবং জল পেরিয়ে  নিখাদ সত্যি কথার মতন ধবধবে ভাত,
কিন্তু এমন মন্দ বরাত ,
আপনি প্রভু হাঁকে ডাকে দীর্ঘ নানান বক্তৃতাতে
বলতে থাকেন দইয়ের কথা, কেমনতর সুস্বাদু তা,
একটু বাদেই পড়বে এসে টুপুস করে সবার থালায়,
প্রভু আমার জ্বলছে জঠর, আছি খেয়ে হরি মটর,
ভাত বিহনে পুড়ছি আমি বিষম জ্বালায়।
সবুর করো , বলছে সবাই, একটু খিদে চাপো না ভাই,
মস্ত বড় ভোজনশালা ,তাই সামান্য হচ্ছে দেরী
আমার থালা শূন্য প্রভু , শুকনো জিভে ঘষছি লেবু ,
দই চাই না, দিন না থালায় ভাত আর তরকারী।


আর্যতীর্থ