।দোষী।


বলছি এটাই , তুমিই দোষী।
বিপক্ষতে উপুর করো যতই তুমি শব্দকোষই,
তুমিই দোষী , তুমিই দোষী।
এটাই জেনো আমার বিচার,
যুক্তি তথ্য দিচ্ছো বেকার,
আমার যখন মন করেছে, করবো তখন এ নির্ঘোষই,
কারণ টারন খোঁজা বারণ,
পুরোপুরি তুমিই দোষী।


এ এজলাসে আমিই উকিল,
আমিই হাকিম, পুলিশ, জেলার,
স্বভাবতই সুযোগই নেই
অন্যরকম বিচার মেলার।
তোমায় মুখের জড়ুলদাগে,
আমার যদি বিশ্রী লাগে,
অমনি তুমি অপরাধী সেই কথাটা লিখতে বসি,
রায় মেনে নাও, সেলাম জানাও,
তুমিই দোষী, তুমিই দোষী।


প্রচার তো সব আমার হাতেই,
যেমন বলাই তেমনি বলে,
লাভ হবেনা তোমার কোনো,
যতই ভাসো চোখের জলে।
উল্টো দেখাক প্রমাণ যতই.
বিচার হবে আমার মতোই,
প্রতিবাদে যাও তাড়িয়ে ঘরের খেয়ে বনের মোষই,
খুব সাজিয়ে, ঢোল বাজিয়ে
বলবো আমি তুমিই দোষী।


ইচ্ছে হলে চন্দ্র দেবো,
ইচ্ছে হলে আধা,
আমার আঙুল অনুযায়ী
তোমার হাসাকাঁদা।
কাঁদছো কেন অমন করে,
মানে মানে ফেরো ঘরে,
ধরতে গেলে তুমি আমার পা মোছা পাপোষই,
বলছি যখন সত্যি তখন,
একশতভাগ তুমিই দোষী।
তুমিই দোষী!


আর্যতীর্থ