। ইয়ে।


স্পষ্ট কথায় কষ্ট আছে বেশ,
কোথায় আবার দেবে খোঁচা দিয়ে,
তার চাইতে কোরো হে অভ্যেস,
পাশ কাটিয়ে বলতে শেখা ‘ ইয়ে’।


রসের কথায় টগবগাচ্ছে মন
হঠাৎ দেখো বউ আছে তাকিয়ে,
অমনি দুপা পিছিয়ে এসে সুজন,
চুলকে মাথা বলে ফেলো ‘ ইয়ে’।


ভুলো লোকে ‘ ইয়ে’ যখন খোঁজে,
টুথব্রাশ বা চশমা হতে পারে,
সঙ্গিনী তার অভিজ্ঞতায় বোঝে
কোন ‘ ইয়ে’ টা তখনই দরকারে।


‘ ইয়ে’ র সাথে হাসির রকমফেরে,
তফাত বোঝায় প্রেম না টাইমপাস,
ইঙ্গিত দাও ‘ ইয়ে’ দিয়ে মুড়ে,
মান বাঁচানোর সফল অনুপ্রাস।


‘ ইয়ে’র মানে বোঝে রসিক লোকে
অজ্ঞ হলে যায় না তাকে ছোঁওয়া
এক পৃথিবীর গুপ্তকথা ঢোকে,
উহ্য রেখেও সবই বলে দেওয়া।


এই পদ্যও জানি ‘ ইয়ে’ র মতো
তোমার যদি তবু ‘ইয়ে’ লাগে
সেই ব্যাপারের ‘ ইয়ে’ তে অন্তত
‘ ইয়ে’ দিলাম তোমায় আগেভাগে।


আর্যতীর্থ