। এই বাদলে।
    
চলো আবার দুজন মিলে বৃষ্টি গায়ে মাখি,
এমন শ্রাবণ বেকার যাওয়া, ভালো হবে তা কি?
মাথা ভরা পাকাচুলে ,একটু নাহয় সেসব ভুলে
মেঘের ওপর সেই পুরোনো ভরসা আবার রাখি।


আজকে তোমার মোবাইলগুলো সরাও নিরাপদে
আপদনেশায় মজেছে মন, মাতাল যেমন মদে।
ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ,বৃষ্টি হলে সবাই খেপে
পোস্টগুলো সব মুলতুবি থাক প্রেমের অনুরোধে।


হাতের কাছেই তৈরী ছাতা আজকে বনুক ঠুঁটো
রুটিনমাফিক সাবধানতা আলগা করুক মুঠো
বৃষ্টি পাওয়ার এ পাগলামি এই অবেলায় আরো দামী
প্রথম প্রেমের আবেশ ভেজাক আবার এ ঠোঁট দুটো।


আঁচল গায়ে লেপ্টে থাকুক চেনা শরীর ঘিরে
জাপ্টে ধোরো বিজলি এলে কালো আকাশ চিরে
ঠোঁটের নানান অসভ্যতায় নিষেধ ভাঙুক বৃষ্টিফোঁটায়
ফিরুক আবার যেসব আদর হারিয়েছিলো ভিড়ে।


আর্যতীর্থ