। এই গরমে।


ভাল্লাগে না বর্ষাকালীন নির্ঝঞ্ঝাট বৃষ্টিপাত,
বৃষ্টি আসুক আচম্বিতে, ভেজাক মাথা অকস্মাৎ।
তৈরী ছাতা বর্ষাতিতে বৃষ্টিতে আর মৌজ কিসে,
বিনখবরের ঝড়বাদলে বেমক্কা যায় সুখ মিশে।


বৃষ্টি এখন অনেক দূরে ,ঘর্ম মোছাই কর্ম হায়,
অসহ্য এই গরমকালে মেঘগুলো যে যায় কোথায়!
গ্রীষ্ম থেকে কালবোশেখি ধরতে গেলে প্রায় নিখোঁজ,
চাতকসম আকাশ দেখে মেঘের ছিটে খুঁজছি রোজ।


হাওয়া আপিস কি বলে তা দেখছি রোজই মন দিয়ে
গরম নাকি বছর জুড়ে করছে থাকার ফন্দী হে।
বোধহয় এবার বাস্প হয়েই প্রাণপাখিটা হয় বেহাত
বর্ষা নাহয় পরেই হবে,  বোশেখিটাই হোক নেহাত!


মাঝে মাঝে হয়তো সবার গালি খেয়ে মান করে,
তপ্ত আকাশ মেঘ সাজিয়ে বৃষ্টি আনার ভান করে।
গাছগুলো সব গা ঝাড়া দেয় , বৈশাখী কি আসবে আজ,
ব্যর্থ আশা, মেঘ করে যায় বর্ষাবিহীন কুচকাওয়াজ।


রোজনামচার দিন পুড়ে যায় তপ্ত হাওয়ার বিষ নিতে,
আকুল হয়ে চাইছি ভিজি চমকে দেওয়া বৃষ্টিতে।


আর্যতীর্থ