। এক দুপুরে।


মেঘলা দুপুর, মনের পুকুর ছলাৎ ছল
একসাথে আজ কফি খাব, সঙ্গে চল।
কোথায় যাব?ক' কাপ খাব? যায় আসে?
একটুখানি সময় কেনা তোর পাশে।
অনেক দূরে, ওই ওপরে, একলা চিল
একলা আমার মনের সাথে ভীষন মিল।
মোড়ের মাথায়, খোলা ছাতায় তুই দাঁড়িয়ে
ইতস্তত,  এগিয়ে গেলাম পা বাড়িয়ে।
এলাম কাছে, মনে আছে, কফির কথা?
একটুখানি ঝটকা দেওয়া নিরবতা।
বেগনে শাড়ি, লাগছে ভারি মিষ্টি তোকে
থমকে দুপুর, একলা আমি যাচ্ছি বকে।
চোখ না তুলে, মোবাইল খুলে, লিখছে কি যে
হাতটা ধরা উচিৎ কিনা, ভাবছি নিজে।
হঠাৎ চমক, স্মৃতির ধমক, খেলাম মনে
আজকে দিনে প্রথম দেখা, সেই স্টেশনে।
বাঁচিয়ে দিল,  কাছেই ছিল, কেমন করে
ফুটপাথে মেয়ে মালা বেচে ঝুড়ি ভরে।
সদ্য তোলা, জুঁইএর মালা, নিলাম তুলে
সাদা মালা সাজিয়ে দিলাম কালো চুলে।
গন্ধ পেয়ে, দেখলো মেয়ে, চোখটি তুলে
বেগনে শাড়ি দিব্যি লাগে জুঁইএর ফুলে।
এখন দুজন, প্রেমের কুজন, কফির কাপে
মেঘের কাছে, দুইখানা চিল আকাশ মাপে।


আর্যতীর্থ