।এক্কা দোক্কা।
  
স্বপ্ন সেদিন এক্কাদোক্কা খেলতে এলো মনের পাড়ায়,
ওকে এখন কেউ ডাকে না, একলা খেলে কষ্ট তাড়ায়।
কেউ ডাকে না, তবুও আসে, বোকার মতো আলগা হাসে,
ধুলো পড়া বন্ধ ঘরের দরজা খুঁজে কড়া নাড়ায়।


মনের পাড়ায় সবাই এখন এড়িয়ে চলে স্বপ্নকে
যেচে পড়ে কে আর ডাকে আজন্মকাল কষ্টকে!
ঝোপ বুঝে কোপ মারার যুগে খোপে ফেলার লক্ষ্যে ভুগে
করবে জীবন অমন করে স্বপ্ন খুঁজে নষ্ট কে?


স্বপ্ন জানে , ওর নামে আজ খেলছে প্রচুর ধাপ্পাবাজ,
মনের তাবত সীমান্ততে খুব শোনা যায় তার আওয়াজ
ধান্দা ঢেকে  কোলাহলে  বেচছে নতুন খেলা বলে,
স্বপ্ন মানেই এক্কা দোক্কা, সেসব লোকে ভুলছে আজ।


এক্কা থেকে দোক্কা হয়ে তবেই যাবে টেক্কাতে,
ধরতে পারো এটাই নিয়ম স্বপ্ন ধরার শিক্ষাতে।
এক্কা থেকেই লাস্টি যাবে  ,কেউ যদি তা সত্যি ভাবে,
বলতে হবে হাতখানা তার হয় নি রাখা ঠিক হাতে।


স্বপ্ন প্রায়ই এক্কা দোক্কা খেলতে আসে মনের পাড়ায়,
খুঁজতে থাকে , কষ্ট করে খেলতে যদি কেউ পা বাড়ায়।
আজও কারো অবিশ্বাসে মিছে কথার পর্দা ফাঁসে
তার সাথে কেউ খেলবে বলে আশা বাঁচায় চোখের তারায়।


( বি দ্র: লাস্টি: এক্কা দোক্কার ছয় নম্বর বা শেষ খোপ)


আর্যতীর্থ