। একলা বৈশাখ।


নতুন বছর, এসেই গেলে সময় বুঝে
যেমন করে আসছো যাচ্ছো শতক ধরে
একটু এখন পা ফেলো ভাই বুঝেসুঝে
যুগটা যেন পালটে গেছে কেমন করে।
একটা সময় তুমি এলে লাগতো ভালো
গণেশপুজো, মিষ্টি খাবো, স্কুলের ছুটি
নতুন করে সাজতো পাড়ার দোকানগুলো
সবার সাথে ভিড় বাড়াতাম গুটি গুটি।
আরো বড় হলাম যখন, কলেজগামী
তুমি এলে দল বেঁধে যাই মেঠাই খেতে
আজকাল আর করে কি কেউ সে পাগলামি
বর্ষবরণ লোলুপ জিভে সন্দেশেতে।


ফিরে আসি এই যুগেতে, নতুন বছর,
এখন শুধু ফরওয়ার্ড হও হোয়াটস অ্যাপে
ফোন করা বা দেখা হওয়া কষ্টকর
আমরা আছি  সবাই বেজায় সময়চাপে।
রেস্টুরেন্টে আজকে দেবে সস্তা বঙ্গখানা
বৌ বাচ্ছা নিয়ে সবাই ভিড় করি সেখানে
বঙ্গবাসীর এখন নিয়ম খানার সাথে পিনা
বছর, তোমার  আগমনী অবাধ সুরাপানে।
হারিয়ে গেছে হালখাতাতে দোকানগুলোয় যাওয়া
পাড়ার মোড়ে পাড়ার লোকের ছোট্ট অনুষ্ঠান
হারিয়ে গেছে দল বেঁধে সব হামলে মিষ্টি খাওয়া
নতুন বছর, দাও না তো আর হৃদয় ধরে টান।
তবু এসো নতুন বছর, সময় সড়ক ধরে
তুমি এলে স্মৃতিগুলো আরেকটু ঝকঝকে
একটু আলোবাতাস আসুক মনকেমনের ঘরে
নতুন বছর, পাওনা এটাই একলা এ বৈশাখে।


আর্যতীর্থ