। একশো ভাগ।


চাইছি সবাই ভালোবাসার জন্যে মানুষ
কুমার যেন ঘোড়ায় চড়া পক্ষীরাজে
চাঁদের মতন রাজকুমারী দেবেন মালা
কল্পনাতে  ঘি ঢেলে দিই আজেবাজে।


কিন্তু এ যে রুক্ষ মাটি , বাস্তবিকের চরণধোয়া,
গল্প ওসব হয়না বাঁধাই পোক্ত ফ্রেমে,
রূপকথাতে ফাঁক থেকে যায় অনেকগুলি,
কেউ কি পড়ে একশত ভাগ খাঁটি প্রেমে?


একশত ভাগ ? পাগল নাকি, কোথায় পাবে?
উপন্যাসে মেলে সোনার পাথরবাটি,
মেঘমুলুকে সওয়ার হওয়া মনকেমনের
কমই জোটে থিতু হওয়ার শীতলপাটি।


তার মানে কি প্রেমের মানেই আপোস করা?
পাশ নম্বর তোলার প্রয়াস টায়েটোয়ে?
কল্পনা আর ঘটমানের এই ফারাকে
জল তো গেলো নদী দিয়ে অনেক বয়ে ।


প্রেমের আগেও একজনকে রাখি তবে
কত তাকে ভালোবাসি  ভাবিনি যে,
একশো না হোক, নিরানব্বই দিতেই পারি,
আয়নাতে রোজ যাকে দেখি, আমি নিজে।


এই ব্যাপারে প্রেমটা সবার নিখাদ খাঁটি,
আমার যেন আমায় নিয়ে না থাকে জিজ্ঞাসা
সেটুক নিয়েই চালানো যাক একটা গোটা জীবন,
দুধপুলিতে কিসমিস হোক অন্য ভালোবাসা।


আর্যতীর্থ