। ফাটা রেকর্ড।


সব কালো সাদা হলো, কালো তবে গেলো কই?
আর যেই কালো থাক, তুমি নও , আমি নই।
এই দেশে সব সাদা, চিরকাল ছিলো দাদা
কেন করো কলরব, কালো নিয়ে হইচই?


ভ্যানতারা কত হলো নয়া নোটে কহো তা,
জাল নোটনদী তবু একই ভাবে বহতা।
আরো নিচে নামে টাকা ,ভাঁড়ার ক্রমশ ফাঁকা
মুখ ফুটে বলো যদি. মহাবিদ্রোহ তা।


সাদা হতে বাধা নেই, টাকা তাই ফর্সা
সততার বুকে বিঁধে দুর্নীতি বর্শা
চাঁদা দিলে বেনামী ,দল পায়ে প্রণামী
আইন বলেনা নাকি সোর্সটাকে দর্শা।


যেই দেশে রাজনীতি আয়করমুক্ত,
সব কালো সেইখানে পায় সাদা মুখ তো।
সদরে মস্ত তালা, খিড়কিটি পুরো খোলা
ব্যবস্থা তাই হলে চোরেদেরই সুখ তো।


সকলের আছে মনে এ টি এমে দাঁড়ানো
কাল চাল কোত্থেকে চিন্তায় হারানো
ব্যাঙ্কের বাইরে , বসি শুই খাই রে
তবুও গেলো না দেখি কালো ক্ষত সারানো।


সাফল্যে পেটাতেন ঢাক যারা জোরে খুব
ঝুপ করে কোনখানে দিয়েছেন তারা ডুব?
আগামীর দিনগুলো সাদা না নিখাদ কালো
কোন দিকে ভাবীকাল, পশ্চিম নাকি পুব?


ব্যর্থতা এলে তবু নেবে তার দায়ভার,
জনতা এমনই কোনো নেতা খুঁজে যায় তার।
ভুল তো হতেই পারে রাস্তা তো চেনা না রে
না কবুলে  বিরোধীরা অস্ত্র শানায় তার।


তবু কেন রাজা ফাটা রেকর্ড বাজায় তার?


আর্যতীর্থ