। ফিলটার।


নতুন বছর খোলে দরজার খিল তার,
চলো না বদলে ফেলি চোখে বাঁধা ফিলটার।
চোখ ঢাকা সকলেরই রঙদাস চশমায়,
এবারে খুলুক সেটা আজুবা করিশমায়।


যে কোনো ঘটনার নানা মুখবন্ধ
প্রতি ব্যাখ্যানা থেকে রঙ রঙ গন্ধ।
ধর্মের ভেদাভেদে রাজনীতি পতাকায়
রঙ লাগে রকমারি সাদামাটা কথাটায়।


কোনো এক কাল ছিলো যুক্তি ও চিন্তার
ঘটনা ঘটলে হতো খুব ছানবিন তার।
এখন তো বস্তুত ঘটনাটা উল্টো
ফরওয়ার্ড হয়ে যায় বেমালুম গুল তো।


ফিলটার চোখে চোখে পরিয়েছে পট্টি
মিথ্যেরা রঙে চুবে নির্জলা সত্যি।
হতে পারে সেটা কোনো নাবালিকা ধর্ষণ,
রঙেরা ধর্ম আনে করে কেশ কর্ষণ।


ফিলটার হতে পারে ধর্ম বা জাতেতে
( যুযুধান দুদিকেই ভাত নেই পাতেতে)
অথবা সে রাজনীতি লাল নীল গেরুয়া
ফিলটার পরে নিলে মানবতা ভেড়ুয়া।


ফিলটারে যাবতীয় মন আজ বন্দী
তাই বুঝি প্রতিবাদও আজ রঙগন্ধী।
মানুষকে দেখলেই কোন রঙ বিচারে
ও মানুষ! আঁধারের কেন করো পিছা রে?


আলোকিত করি চলো প্রতি কোণা দিলটার
নতুন বছরে এসো খুলে ফেলি ফিলটার।


আর্যতীর্থ