। ফুটবল দেশ।


মেসি নয় ভিনদেশী,আমাদেরই ছেলে সে,
নেহাত ঘটনাক্রমে বার্সাতে খেলে সে।
চমকে যেও না খুড়ো, শেষ নয় এখনো,
এই দেশে থাকে জেনো সি আর সেভেনও।


জানি তুমি বলবে কি,মনে মনে হাসছো,
বিদ্রুপ চাপা দিতে খুকখুক কাশছো।
বাচ্চা ছেলেও জানে যেই সব তথ্য,
ভাবো সেইসব ভুলে বকছি অকথ্য।


চলো তবে দিই খুড়ো আর একটু চমকে,
পুরো শুনে পরে নয় তেড়ে উঠো ধমকে
আরো কত এই দেশে লেখাজোখা নেই তার,
জ্যাভি ইনিয়েস্টা বা সুয়ারেজ নেইমার।


আরে আরে, করো কিগো, চটি খুলে মারো যে,
ভেবেছো বলছি নাকি এরা থাকে ভারতে?
ধ্যাত্তেরি, খুড়ো তুমি ভূগোলেতে দুর্বল,
এরা থাকে সেই দেশে যার নাম ফুটবল।


ভালোবেসে যে এসে ফুটবলে লাথি দিক,
অমনি সে হয়ে যায় ফুটবল নাগরিক।
সময় লাগেনা কারো এর প্রেমে পড়তে,
আজীবন ভিসা থাকে এর পাসপোর্টে।


আহা খুড়ো, মনে করো এড নাসিমেন্টো
( বিশ্ব অবশ্য তাঁকে পেলে বলে চিনতো)
কাইজার ফ্রানজ আর মারাদোনা দিয়েগো
এই দেশে মাতামাতি এদেরই তো নিয়ে গো।


ভারতীয় বলে কেন দেখো ভুরু কুঁচকে
এই দেশে আমরাও মোটে নয় পুঁচকে।
পিকে চুনী তো ছিলেন, সুরজিত আকবর,
মশালটা ভাইচুং, সুনীলের তারপর।


আমরা পাগল শুধু ফুটবল নামেতেই
কোন দেশ কোন ক্লাব তার কোনো মানে নেই।
পাশপোর্ট পেতে পারো বিনা কোনো চেষ্টা
এসো খুড়ো , ঘুরে দেখো ফুটবল দেশটা।


আর্যতীর্থ