। গাছ লাগিও না ।


মানুষকে গাছ লাগাতে হবে না।
লাগালে তো লাগাবে সেই আম লিচু কিংবা সেগুন আর শাল,
বড়জোর কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার চারা।
মানুষের কোনো কাজে লাগবে না যারা, তেমন বৃক্ষ-শিশু লালনপালন করে কেউ বাড়াবে না ,
সত্যি বলতে , মানুষের বনসৃজনে বাগান করার থেকে তফাৎ থাকে না।


তার চেয়ে জমি ছেড়ে চলে যাক,
থাবাটা উঠিয়ে নিক দলিতমথিত ঘাস থেকে,
মানুষেরা সরে যাক একটিও বীজ না লাগিয়ে,
জমি খালি রেখে।
তারপর, প্রকৃতি দেখাবেন আসল ম্যাজিক,
পাখিরা আনবে বয়ে বনের আগামী,
মেঘ তাকে জলধারা উপহারে দেবে,
কোন গাছ ক্ষতিকর, কার ছোঁয়া দামী,
ভেদাভেদ রাখবে না মাটি,
মানুষেরা সরে যাক , ‘সবুজের অভিযান’ প্রহসন থেকে,
অরণ্য তবে হবে খাঁটি।


সরে যাও মানুষের দল, কৃপা করে গাছ লাগিও না।
তোমাদের ধারণায় ফসলের ক্ষেত,
কল্পনা ক’খানাই আছে হাতে গোনা,
বহুতল ফাঁকে ফাঁকে হাইব্রিড গাছ পুঁতে অ্যাড দাও গ্রীনারি প্রচুর,
বীজ নয় , চারা নয়, জল সার কিছু নয়,
ন্যুইসেন্স স্যাপিয়েন্স জমি থেকে সরে গেলে দূর,
ঘন বন আপনি গজাবে,
মানুষেরা পৃথিবীকে মৌরসীপাট্টা যদি আর না ভাবে,
বিশ্বাস করো তবে,
পৃথিবীর সব অসুখ নিজে নিজে ঠিক সেরে যাবে।


গাছ লাগিও না আর,
বরং মানুষ সরিয়ে নাও গাছেদের থেকে,
আগামী প্রজন্ম তবে অরণ্য পাবে।


আর হ্যাঁ, তারাও গাছের দিকে না যায় যেন,
আশা করি সযত্নে তেমন শেখাবে।


আর্যতীর্থ