। গদ্যপ্রিয়কে কবিতার উত্তর।


কবিতাকে নিয়ে অমনটাই যদি বলো , হে গদ্যপ্রিয়
কিছু কথা মন খুলে বলবো আমিও।
তোমার গদ্য পৃথিবীতে কোন শান্তিবারি ছিটিয়েছে, শুনি?
হিংস্ররা কবিতাকে ভয় পায়, পদ্যে শিউড়ে ওঠে ধার্মিকখুনী,
কেন তা জানো? কারণ কবিতারা অনাবিল শব্দমিছিলে,
ফুলকিকে দাবানল করে তিলে তিলে,
যে আগুন ভুলে গেছে সে কতটা বিধ্বংসী ছিলো অনতিঅতীতে,
কবিতা শেখায় তাকে কিভাবে জ্বলতে হবে হাওয়া বিপরীতে।
যদি চাও কবিতারা হিংসা থামিয়ে দেবে অনিবার্য সম্মোহনে
তাবত বুলেটবোমা প্রেমচিঠি হয়ে যাবে ছন্দ আবাহনে,
অমৃতপ্রবাহিনী হয়ে কবিতারা ঢেকে দেবে সভ্যতার যাবতীয় কালি,
তবে তুমি কবিতা চেনোনি। কবিতা দেখাতে পারে খালি,
কোন পথে হেঁটে গেলে সকলেই পারি যেতে অমৃত আলয়ে।
যে সব ভাবনাগুলি কণ্ঠ পায়না কোনো, মরে যায় গদ্যের ভয়ে,
কবিতার আশ্রয়ে তারা প্রাণ ফিরে পায় পুনরায়,
মন্ত্র হয়ে জেগে থাকে কবিতা তাবত পীড়িতের প্রার্থনায়।
তোমার আশ্লেষী আবেগমুহূর্তগুলো কোনো গদ্য কখনো কি বোঝে,
পাঁজর পুড়িয়ে নিয়ে মশাল জ্বালাতে হলে, সভ্যতা কবিতাকে খোঁজে।


আর্যতীর্থ