। গল্প বলো।


আমায় তোমার খোলাচুলের গল্প বলো।
মেঘের মতো ছড়িয়ে দিলে বৃষ্টিপাতের সম্ভাবনায়
শুকনো চাতকঠোঁটে যে সব আদর করার মন্ত্র আসে,
কেমন করে গ্রহণ করো আমার সে সব কথার ডালি,
নতজানু এ ভক্তকে এবংবিধ বরাভয়ের গল্প বলো।


ভোর নেমে যায় তাবত ফুলের গন্ধ নিয়ে
সদ্যস্নাত তোমার চুলে ; জলের ছোঁয়ায় বিদায় খোঁজে রাতপোহানো অলক্তরাগ, মুক্তো ঝরে দু এক ফোঁটা
জুলফি বেয়ে এড়িয়ে নজর পাগড়িচুড়ো তোয়ালেটার ,
মুখিয়ে থাকে কখন ছোঁবে চিবুক বেয়ে মরালগ্রীবা।
রোজ কিছুটা সময় লুকায় রহস্যময় তোমার কেশে,
আমায় তোমার জলের ফোঁটায় সকাল ধরার গল্প বলো।


দিনের কাজের ব্যস্ততাতে হাতের খোঁপার গল্প বলো।
অবহেলায় সরিয়ে রাখা, ঘন্টা মিনিট কাজের চোটে ভরাট হওয়া রুটিন খোপে অদরকারী, অনেকটা ঠিক প্রেমের মতো। বাধ্য মেয়ের মতন করে গুটিয়ে রাখা খুনসুটিদের কেমন করে বুঝিয়ে দাও ঘড়ির কাঁটার চেয়ে দামী কিছুই তেমন নেই জীবনে, কেমন করে খোঁপার দাপট কাজের সময় কয়েদখানায়
দেয় পাঠিয়ে সোহাগকথা, আমায় সে সব সংসারী ঝড় সামাল দেওয়ার গল্প বলো।


কাজের শেষে এলোচুলের গল্প বলো।
অবাধ্য চুল কপাল থেকে সরিয়ে দিলে গুজব ছড়ায় স্বাধীনতা আসছে কাছে। হাস্নুহানার গন্ধে বাতাস শলা করে রাতের সাথে, মেঘের চেয়ে আকাশটাকে তোমার চুলেই মানায় বেশি।
রাতের তারার দুঃখ জাগে তাদের হারায় ইমিটেশন সেরেফ তোমার গলায় সেজে। তোমায় দেখে দুহাত বাড়াই, দু চোখ বুজে বুঝতে পারি নামছে দু ঠোঁট, আমার তাবত দুঃখ শুষে নতুন করে জন্ম দেবে , সব হারিয়ে আবার পাবো তোমার এলোচুলের ঘ্রাণে....


আমার মতো নিরেট মানুষ , তাকেও প্রেমিক কোন জাদুতে,
রোজের চেনা থোড় বড়িতে নতুন প্রেমের গল্প বলো....


আর্যতীর্থ