। গল্প না।


সব পাগল শান্ত হোক,
অন্ত হোক শীতের ঘুম,
ঘর খুঁজে পাক পান্থ চোখ
আকাশে থাক তারার ধুম।
সব বুকে স্বপ্ন থাক
সব হাতে থাকুক হাত,
ছন্দরা ডাক পাঠাক
সাক্ষী হোক জোছনারাত।
সব আঁধার হোক আলো
বন্দী মন মুক্তি পাক,
অর্থহীন ভুলগুলো
ঠিক হবার যুক্তি পাক।
সব শুরুর থাক আশা
স্বস্তি থাক সব শেষে,
রুটি কাপড় আর বাসা
সুলভ হোক সব দেশে।
সব কথা পদ্য হোক
সব জীবন রূপকথা
হিংসা সব বদ্ধ হোক
সভ্য হোক সভ্যতা।
সব যুবার কাজ মিলুক
সব শিশুর বিদ্যালয়,
ধর্মগুলোয় রোদ খেলুক
যাক দূরে মিথ্যা ভয়।
সব খিদের পেট ভরুক
প্রশ্নরা হোক নির্দ্বিধায়,
জাতভেদের বাঁধ সরুক
বিভেদ যেন ভির্মি খায়।
সুস্থ থাক কন্যাভ্রুণ
বিয়ের আগে শিক্ষা থাক,
রূপের থেকে আসল গুণ,
সব লোকে এই দীক্ষা পাক।
বৈরীতা নিপাত যাক,
আসুক স্বচ্ছ সখ্যতা,
সুপারিশরা পথ হারাক,
অগ্রে হোক যোগ্যতা।
পাড়ায় থাকুক মাঠ খেলার
পুকুর বোজা বন্ধ হোক,
জায়গা কমুক মদ গেলার
রাস্তারা বিনখন্দ হোক।
বাইরে থাকুক পড়শীসুখ,
ধর্ম থাকুক অন্দরে,
লাঠিসোঁটা বা বন্দুক,
আর না কারো প্রাণ কাড়ে।
ভাবছো এসব অসম্ভব,
ভাবছো আজব কল্পনা,
সবাই যদি ভাবি এসব,
সত্যি হবে, গল্প না।


আর্যতীর্থ