।গামছা।


ভুলগুলো গা মাথায় লেপটালে একবার,
ভারী মুশকিল আর তুলে ফেলা কালি তার।
এখানে ওখানে লেগে ভুলেদের ধাব্বা,
দরকার খুব আজ ভুল মোছা গামছার।


ভালোবেসে ভুল করে কাঁদছে যে কিশোরী
ভিডিও গিয়েছে নেটে হয়নি তা গোচরই,
বিশ্বাসে ধোঁকা খেয়ে আজীবন ভুগবে,
গামছাটা হতে পারে তার কাছে বিষহরি।


গামছায় ভুল মুছে নিতে পারে যুবকে,
আশ্লেষে পড়েছে যে সন্ত্রাস কুহকে,
অনুতাপ অশ্রুতে চুপচুপে ভিজিয়ে
আনকোরা স্বপ্নরা জাগুক না দুচোখে।


যাপনের গলতিতে রোজ নানা ঝগড়া
ফাঁকতালে গাঁ উজার করে যায় ঠগরা।
গামছায় ভুল মিটে আড়ি থেকে হলে ভাব
মুলুক তাদের নয়, বুঝে যাবে মগরা।


প্রেম আর সংসারে লেগে থাকে দ্বন্দ্ব,
রোজকার ঘানি ঠেলে প্রায় কথা বন্ধ
কার কোথা কত ভুল সে বিচার মুছিয়ে
গামছা ফেরাতে পারে পিরিতির গন্ধ।


যদি ভাবো এইসব গাঁজারুর খোয়ারি
আজগুবি কল্পনা নেশা করা ধোঁয়ারই
আমি তবে বলবো আছে সেই গামছা,
পাওয়া যাবে অনায়াসে বিনা গা জোয়ারি।


ভালোবাসা দিয়ে কারো ভুলটাকে ঢাকলে,
নতুনের সাথে যেতে ফের তাকে ডাকলে
তার মানে গামছার ব্যবহার হলো তো,
তোমরা নাহয় তাকে ‘ক্ষমা’বলে ডাকলে।


আর্যতীর্থ