। গান্ধীজী।


আমার দুঃখ বুঝবে কে আর
চাপড়ে মাথা কান্দি জী,
বাপুর বাণী শুনছি শুধু
পকেটে নেই গান্ধীজী।


এদেশ আবার সোনার হবে
খেয়াল পোলাও রান্ধি জী
স্বপ্নে আমার মানিব্যাগে
গোলাপ গোলাপ গান্ধীজী।


কালো টাকা পড়বে ধরা
আশাতে বুক বান্ধি জী
কোন ম্যাজিকে বনলো তারাও
ধবধবে সব গান্ধীজী।


সাদার ঘরে ভাত চড়েনা
কালোর ঘরে চান্দি জী,
আধারকে কাঁচকলা দেখায়
সমান্তরাল গান্ধীজী।


ভবিষ্যতে পাল্টাবে সব
কল্পগল্প ফান্দি জী
ঘোটালাতে গপগপিয়ে
গিলছে নেতা গান্ধীজী।


পাঁচটা বছর ধরে বৃথাই
ভোটের অস্ত্রে শান দি জী
নির্বাচনে জিততে লাগে
ভাঁড়ার ভরে গান্ধীজী।


আঁতুরঘরের থেকে বেড়ে
হলো এদেশ ঠানদি জী
গান্ধীমুখী নোটের রাজে
ব্রাত্য এখন গান্ধীজী।


আর্যতীর্থ