।  গোধূলি নামের মেয়ে।


যদি  একেবারে চুপ করে যাই,
টুঁ শব্দটি আর করবোনা কখনো কোনোদিন,
জীবনের নদী পথে হাল বিনা ভেসে যেতে যেতে
যদি চাই খেলাপ করতে কিছু  অসময় ঋণ,  
বেলাশেষে পটে  আঁকা কাশেদের বন , খোলা মাঠে অঘ্রানের শীত,
অপসৃয়মান আলোয় ছায়া ছায়া তালগাছ সারি,
এইসব ছেড়ে যদি চলে যেতে পারি,
তবে জেনো, আরও কিছু পাবো বলে এসব ছেড়েছি,
সব কিছু ভোলা সেই নিশিডাক পেয়ে,
কুয়াশার ওপার থেকে নাম ধরে
ডাকে যেই মেয়ে,
জেনেছি কেমন করে তার নাম  গোধূলিবেলা।
তার ডাক এলে, সব্বাই চলে যায় সব কিছু ফেলে,
জানিনা ওপারে তার দেখা মেলে কিনা,
এসব বলার মতো অভিজ্ঞ নাবিক কেউ ফেরেনি বন্দরে
তবু চলে যেতে হয় নেহাতই  ভাগ্যে ভর করে।
জানি এত সব ফেলে অচেনাতে ভেসে যাওয়া, বড়ই ঝুঁকিতে দান ফেলে জুয়াখেলা,
তবু কি করবো বলো, আমায় ডেকেছে যে কুহকের ডাকে,
নাম তার গোধূলিবেলা।


আর্যতীর্থ