।গলাবাজি।


যেই আমি চেঁচিয়েছি ‘ যা করছি ,ঠিক!’
নতজানু হয়ে বসে চারখানা দিক।
দাবিয়ে বললে কিছু লাল করে চোখ
যা বলছি ,চুপচাপ মেনে নেয় লোক।


মিনমিন করে যদি করি অনুরোধ
চারপাশে উথলায় বিরোধীর ক্রোধ।
ভদ্রতা মানে আজ ঘোর দুর্বলতা,
গুছিয়ে মাথায় চাঁটি মেরে যাওয়া প্রথা।


ভুল করে কারো কাছে যদি গিয়ে কাঁদি
আরও দোষ ঘাড়ে চেপে হবো অপরাধী।
‘ভুলটাই ঠিক ‘ বলে জোরে চেঁচানিতে,
হাওয়া নিয়ে নিতে পারে দোষ বিপরীতে।


‘আমি ঠিক তুই ভুল’ চাপান উতোরে,
জিতে যায় সে-ই যার গলা বেশি জোরে।
ধারণাটা কমবেশি আছে সকলের,
শব্দ অস্ত্র সেরা জমি দখলের।


সত্যিটা কিছু নয় , গলাই আসল,
মিথ্যেরা তাই আজ চেঁচায় প্রবল।


আর্যতীর্থ