। হারানো প্রাপ্তি।


ফি বছরে খ্রীষ্টমাসে, তোর কথাটাই মনে আসে,
একসাথে সেই পিটার ক্যাটে যাওয়া,
হৈ-হুল্লোর আড্ডাবাজী, সব মজা চাই লুটতে আজই,
রুটিন থেকে ছুটি খুঁটে খাওয়া।
তুই আসলেই অন্য ব্যাপার, হুজুগ ওঠে জগাই খ্যাপার,
হুট করে যাই দীঘা বা বোলপুর,
মানিকজোড়ই ডাকতো সবাই, থোড় বড়িকে করে জবাই,
ভাগ করে নিই বৃষ্টি ও রোদ্দুর।
থাকতি তো তুই ভিনশহরে, কবে যে তোর ছুটি পড়ে,
আগের থেকে মালুম হতো না তা,
দুড়ুম করে পড়তি এসে ,হয়তো তখন আছি ফেঁসে,
ঘন্টা মিনিট ঘন্ট হয়ে যা তা!
তুই ও এমন খামখেয়ালী, পাগলামিতে ডাকতি খালি
পেট চালাবো কি করে বল তো!
তবুও তোর অবুঝ ডাকে, চুম্বকেরা লুকিয়ে থাকে,
শেষ অবধি সেই তোর কথাটাই চলতো।
হারিয়ে যেতাম দুজন মিলে , দূরের নদী কাছের ঝিলে,
পাহাড় কিংবা নিতান্ত এক ঢিবি,
খাপছাড়া রোদ আবছায়া চাঁদ, কোথায় পাতে মন ধরা ফাঁদ,
তুই ঠিক তার সাকিন খুঁজে নিবি।
জড়িয়ে দিয়ে এ অভ্যেসে ,ঠিকানাহীন গেলি ভেসে,
নিখোঁজ হলি আমার জীবন থেকে,
স্বপ্নগুলো ঝিমোয় বসে, শুধু, শুধু তোরই দোষে,
কপাল আমার থোড় বড়ি ফের লেখে।
আজকে হঠাৎ চমকে দেখি, আমার সামনে আবার একি,
যুগ পেরিয়ে বয়স্ক  তুই বসে,
ঝাপটা মারে সে পাগলামি, সত্যি বলছি আজকে আমি,
ভরসা ফিরে পেলাম সান্টা ক্লসে।


আর্যতীর্থ