। হোলি , সিরিয়া আর একথালা ভাত।


কেউ কেউ বলছেন,সিরিয়াতে বোমাঘায়ে এত শিশুলাশ,
তবুও বসন্ত এলে এদেশে ফুটছে আজও অশোক পলাশ,
আবির কিনছে লোকে ফাগুয়ায় উৎসবে মাতবে বলে,
মানবতা মৃত হয়ে গেছে নাকি হুজুগের রঙকোলাহলে।


আজগুবি মনে হতে পারে, তবুও এতথ্য একেবারে সত্যি
চারহাজার বৎসরে ছড়িয়ে ছিটিয়ে মোটে দুশো আটষট্টি,
ওইকটা সাল শুধু সভ্যতা পেরিয়েছে বিনা কোনো যুদ্ধ,
মাঝখান দিয়ে হেঁটে গিয়েছেন চৈতন্যদেব, যীশু ও বুদ্ধ।


যুদ্ধের মানে কখনো ছিলো না মারা যাবে শুধু সৈনিক,
যুদ্ধ মানেই লুঠ ধর্ষণ, শিশু মরে যাবে দৈনিক।
আজকে সিরিয়া দেখে যারা ভাবো শেষ হলো সভ্যতা,
ভোলো হিটলার , ভুলে গেছো তুমি চেঙ্গিস খাঁর কথা।


সবচেয়ে ভালো হতো যদি এই যুদ্ধ থামানো যেতো,
গুলি বোমা নয়, শিশুরা সবাই একথালা ভাত পেতো।
সে হবার নয়, ধনাঢ্যদের যুদ্ধ নিয়ে যে ধান্দা অন্য,
মুনাফা যেখানে কোটি ডলারেরে , তুচ্ছ সেখানে শিশুর অন্ন।


তবু করা যায় অনেক কিছুই, সেবা করে চলে বহু সংস্থারা,
তোমার আমার মতো লোকেদের সাহায্য করে প্রার্থনা তারা।
অতদূরে যদি নাও যায় হাত, এদেশে শিশুর কমতি নেই তো
স্বপ্ন আটকে কচি মনে আজও পেট পুরে খাওয়া সেই ভাতেই তো।


এসব কিছুই নাই করে যদি মেতে থাকো শুধু দুঃখবিলাসে,
তুমিও তাহলে টেররিস্ট হলে, সুখ তাড়াচ্ছো কড়া সন্ত্রাসে।
আবিরে মাতুক ফাগুয়ার ক্ষণ, আনন্দগুলো কোরো না বন্ধ,
বরঞ্চ হোলি আরো গাঢ় হোক, উপহারে দিয়ে ভাতের গন্ধ।


আর্যতীর্থ