। হুবহু।


কানা বেগুন, বুড়ো পটল, নেতিয়ে পড়া পালং কিছু,
শুকনো ঢ্যাঁড়স , কুমড়ো বাসি তাই রয়েছে বাজার পিছু।
সেরাগুলো ঠাঁই পেয়েছে কবেই অন্য হেঁসেলঘরে,
সে সব দিয়ে শেফেরা সব বিলেতঘেঁষা রান্না করে,
হরিপদ , রহিম চাচা, অবতার সিং কিংবা টেঁপি,
বাজার করার সময় এসব ভুষি দেখে সবাই খেপি,
কাজে কাজেই গর্জে উঠে জানাই দাবী সবাই মিলে,
দিনরাত্তির শরীর খারাপ হচ্ছে সবার এসব গিলে,
পচা ধসা এমন জিনিস নিত্য খাওয়া হচ্ছে না ঠিক
মিছিল করে ভোট দিতে যাই করতে বদল বাজার মালিক।


অনেক রকম আন্দোলন আর বহ্বারম্ভে লঘুক্রিয়ায়
ধীরে ধীরে হলে পরেও বাজারগুলো রঙ পাল্টায়।
আমরা সবাই লাফিয়ে আকুল, হরিপদ এবং রহিম,
আসবে নাকি তাগড়া পালং, চিকন পটল আর কচি সিম,
টেঁপি নাচে ,ক্ষেতের থেকে আসবে ভিন্ডি বেগুন তাজা,
অবতার সিং তাক ধিনা ধিন, সর্ষো কা সাগ..আ আঃ আ যা
এত্ত বড় ব্যাগ আর থলি নিয়ে সবাই বাজার ছোটে,
নতুন নিশান নতুন মালিক জিতে গেছে অনেক ভোটে
বাজার গিয়ে দোকান দেখে আমজনতা ভীষণ অবাক,
কানা বেগুন, বুড়ো পটল, শুকনো ঢ্যাঁড়স, ন্যাতানো শাক..


আর্যতীর্থ