।যাসনি কোথাও।


আলগা হয়েও আমার যাপন জুড়ে আছিস তুই,
মাঝরাত্তির হাতড়ে খোঁজে একলা যখন শুই।
সকালবেলার চায়ের কাপে, চুমুক মারি মনখারাপে,
বারান্দাতে সুবাস ছড়ায়  তোর লাগানো জুঁই ,
সময় পেলেই মুহুর্তদের স্মৃতির জলে ধুই।


যেখানে আজ গেছিস চলে একলা আমায় ফেলে,
বর্তে যেতাম কোনো মোবাইল টাওয়ার খুঁজে পেলে।
স্ক্রিনসেভারে হাসিমুখে, বিষাদছুরি বসাস বুকে,
চোখের জলের সঙ্গে থাকার অনেক সুযোগ মেলে,
পরের দিনও সমান ভারী একেকটা দিন গেলে।


অথচ দ্যাখ, যখন ছিলি, ঝগড়া হতো কত,
ফেসবুকে তুই নিজের গ্রুপে, আমি আমার মতো।
কথায় কথায় চকমকিতে জ্বলতো আগুন যেমন ঘি’তে,
সোহাগকথাও সন্ধি হয়ে আসতো খুঁজে ছুতো,
একটিবারও  আবার যদি ঝগড়া তেমন হতো!


ছবির থেকে তাকিয়ে আছিস ফুলের মালা পরে,
কালের চক্র তোয়াক্কাহীন আপন চালে ঘোরে।
এই বাড়িতে সময় স্থাণু  স্মৃতির কাছে নতজানু,
তোর প্রিয় ওই চেয়ারটাকে সরাই কেমন করে,
জানিস, আজও টি ভি দেখি বাঁয়ের দিকে সরে!


আলগা হলি সবার থেকে আমার এলি কাছে,
বাড়ির ভেতর ঢুকলে আমার স্মৃতির মানুষ বাঁচে।
পছন্দের ওই পর্দাগুলো,দ্যাখনা আজও বিনাধুলো,
আমায় দেওয়া প্রথম পেনে কালি ভরা আছে,
চোখ বুজলেই মন সেঁকে নিই তোরই ওমের আঁচে।


আজও তোকে খুঁজে বেড়াই টবের জুঁইয়ের গাছে..


আর্যতীর্থ