। ঝুলন।


বহদিন আগে রাগে অনুরাগে পূর্ণিমা চাঁদ অপার আবেগে
জমানো জোছনা আকাশেতে ঢেলে ভাঁড়ার করলো খালি,
আলোতে সাজছে তমালের ডাল, পলাশ হয়েছে আনন্দে লাল, কদমের গাছে দোলনায় দোলে রাই আর বনমালী...


চারদিক থেকে গান ভেসে আসে , কত গোপী এসে নাচে গায় হাসে, থরথর প্রেমে ইশারা আভাসে ব্রজতে অমরা নামে,
বাঁশরির সুরে নেশা আছে লেগে, নূপূর উঠেছে চারদিকে জেগে
সময় থমকে দেখেছে ঝুলন আবেশে মধ্যযামে...


জোছনাহরণী রাধা কাঁচা সোনা, ঘাম এঁকে দেয় আধো আলপনা, মুখচন্দাতে বিম্বিত শশী যাবে হেরে অনায়াসে
শ্যামের অধরে অধরের মধু, কুলশীললাজ ভুলে গেছে বধূ,
আজ তাঁর হিয়া কানুদরদিয়া, বঁধুয়ার মুখ ভাসে..


শিখিপাখা আজ কুমকুমমাখা, আঁকাবাঁকা হলো কাজলের রেখা, সোহাগী আঙুল মখমলি বেণী দোঁহে প্রেমকথা লেখে,
দোলনায় দোলে প্রেমিকযুগল, নিষেধ করেনা হিসেবী আঁচল,
কোটি পূর্ণিমা চাঁদ আলো দেবে এই স্মৃতি মনে রেখে...


আর্যতীর্থ