। জিভ।


জিভে লোভ, জিভে লালা, জিভে লেগে কথা,
জিভ নিয়ে চারদিকে মহা জটিলতা।
বিষ আর অমৃত জিভে লেগে থাকে
ধর্ম জিরাফে জিভ দুটোতেই থাকে।


জিভেরা সলতে হয় জ্বালাতে আগুন
প্রখর গ্রীষ্মে পারে আনাতে ফাগুন
দ্রোহকালে জিভ হয় ঋজু প্রতিবাদী
জিভ দোষারোপী হয় জিভ ফরিয়াদী।


চাটুকার জিভ পা লালাতে ভেজায়
বোকা সাজে কিছু জিভ ,ধূর্ত বেজায়
ষড় করে কিছু জিভ নিতে পারে প্রাণ
ফিসফিস কানে বিষ বানাতে শ্মশান।


কখনো ধ্বংস ডাকে জিভেদের লোভ
চেটেপুটে খেতে চায় যা আছে সব।
জিভই আবার দেয় সাম্যের ডাক
তোমার আমার দেশ দুজনেরই থাক।


কখনো জিভ বাঁচে আড়ষ্ট হয়ে,
কিছু সে সুবিধাবাদী, কিছু চুপ ভয়ে
শাসকের জিভ যদি নেয় মৌনতা
প্রশ্রয় ভাবে তাকে দলের জনতা


জিভে লোভ, জিভে লাভ, জিভে কত কথা
জিভে থাকে বিষবাণ, জিভে সরলতা।


আর্যতীর্থ