। জল।


আগুন হওয়ার সখ ছিলো খুব, তার বদলে জল হয়েছি।
পুড়তে গেলে বড্ড হ্যাপা ,ঢালের দিকে গড়িয়ে গেছি।
দূরের থেকে আগুন দেখে, ভেবেছিলাম পুড়বো একা।
জলের মতো সহজ হবে এপিঠ ওপিঠ জীবন সেঁকা।


শিখার কাছে যেতেই হলো সংসারী সব ভাবনা উদয়
নিজেই নিজের জ্বালায় জ্বলা,খুব একটা সে সুখের নয় ।
স্পষ্ট হওয়ার বিপদ লেখা জ্বলতে থাকা আগুন শিখায়
ঝাঁকের মধ্যে যায় না মেশা দিনযাপনের গড্ডলিকায়।


তার চাইতে জলই ভালো, আধার বুঝে আকার নেবো
কোথায় উঁচু কোথায় নিচু, সহজ সরল সেই হিসেবও।
খুশী হবেন ওপরমহল তাঁদের পায়ের প্রক্ষালনে,
সঙ্গীসাথী থাকবে সুখে যখন তখন অবাধ স্নানে।


বাধা পেলেই দিকবদলে জলের মতন কেই বা আছে
পালিয়ে যাওয়ার রাস্তা কাটে নিতান্ত তার নিজের ধাঁচে
আগুন যদি দাহ্য না পায় একান্তে হয় সামান্য ছাই
জলের মতন মিশে গিয়ে পিঠ বাঁচিয়ে বাঁচতে চাই।


অবশ্য এই জল বাড়লেও বানভাসি হয় ঘরবাড়ি
প্রবল তাপে টগবগিয়ে তোমায় ঝলসে দিতেই পারি।


আর্যতীর্থ