। কাছেদূরে।


এক দুপুরের হল্কা ঝরানো তাপউত্তাপে গলতে গলতে
আমরা দুজন ছাউনি খুঁজছি শহরের বুকে চলতে চলতে
রাজপথ জুড়ে ঝলসানো দিন রোদচশমার আড়ালে লুকিয়ে
আমরা চলেছি দিশাহীন ভাবে টুকিটাকি কথা বলতে বলতে।


ছাতার আড়াল বড় উপাদেয় এমন গরমে চলনেবলনে
কিছু কম হয় তাপের তাগিদে শরীরমনের গলনে জ্বলনে
তপ্ত হাওয়ায় মিশে নাকে আসা চেনা কোলোনের হাল্কা গন্ধে
কিছু ভালো লাগা লেপটিয়ে থাকে রুঢ় সূর্যের দলনে টলনে।


ঠাণ্ডা বাতাসে ভরা রেঁস্তোরা খুঁজে পেয়ে যাই হাঁটতে হাঁটতে
কিছুটা সময় বয়ে চলে যায় এতটা ধকল কাটতে কাটতে
ধূমায়িত দুই কফির পেয়ালা পরের চমকে অবাক সাক্ষী
আমরা কিভাবে দূরে সরে যাই নিজের মোবাইল ঘাঁটতে ঘাঁটতে।


আর্যতীর্থ