। কাছের গল্প।


মোবাইল থেকে চোখ তুলে নাও, আড্ডা খোঁজো।
ভিড়ের মাঝে একলা হতে ব্লুটুথ কেন কানে গোঁজো।
বাসের ভিড়ে পাশের সিটে যে মানুষটা বসে আছে,
হয়তো একটা দারুন গল্প রেখেছে সে বুক আনাচে।
তেরচা মেরে আরেক যুবক তোমার মতোই মোবাইল ঘাটে
বন্ধু হওয়ার সম্ভাবনাই পড়লো মারা মোবাইল মাঠে।
মোবাইলস্ক্রিনে আটকে নজর আঙুল চলে উল্কা বেগে
কোটি মানুষ সমুদ্দুরে দ্বীপের মতন সবাই জেগে।


বকবক তো অনেক হলো ফেসবুক আর হোয়াটসঅ্যাপে
ফোর জি থেকে থ্রি জি হলে ছেলে বুড়ো সবাই খেপে।
চলুক সেটা, আপত্তি নেই , একলা দুপুর , গভীর রাতে,
আশেপাশের নির্জনতায় সময় কাটাও মোবাইল হাতে।
কিন্তু যখন লোক রয়েছে, হাত বাড়ালেই বন্ধু পাবে,
তখনো কি বাস্তবিকে ভারচুয়ালের জল মেশাবে?
চলো এবার ফিরিয়ে আনি সত্যিকারের সে গল্পকে,
বন্ধু পাওয়ার একশো সুযোগ হেডফোনে আজ হারায় লোকে।


বাড়ির যত বুড়োমানুষ রুটিন থেকে প্রায় নিখোঁজই,
আরো তাদের একলা করে সব্বোনেশে টেকনোলজি।
আস্ত একটা যুগের গল্প লুকিয়ে আছে তাঁদের মাঝে,
কেউ জানেনা যাত্রাশেষের ভোঁ পড়ে যায় কোন জাহাজে।
তোমার শিকড় কোন গভীরে তাদের সেসব সুলুক জানা
তাদের সাথে হারিয়ে যাবে অতীতছায়ায় সেই ঠিকানা।
মোবাইলহাতে রাতবিরেতে বন্ধু খোঁজে ছিন্নমূলী,
ঘাড় ওঠালেই দেখতে পেতো কাছেই ছিলো গল্পগুলি।


আর্যতীর্থ