। কাঁচকলা।


ট্রাম্প কহিলেন অতঃকিম?
আমরা দুজন ভিন্ন টিম।
আলোচনায় মিলবে কি আর
সিঙ্গাপুরী ঘোড়ার ডিম?


কিম কহিলেন ,অহো ভ্রাতঃ,
অমন কথা কোয়ো না তো!
নিউক্লিয়ার মিসাইলগুলি
দুই দেশেরই গহনা তো।


কেউ ছাড়ে এই অস্ত্র কি?
বললো নাহয় বদলোকই,
মিসাইলগুলো ভাবছে লোকে
ভুল ফ্যাশানের বস্ত্র কি?


ট্রাম্প কহিলেন, ভাই জানি,
এসব বেকার হয়রানি,
আলোচনার কাগজ দিয়ে
ভর্তি হবে ছাইদানি।


চল তবুও সিঙ্গাপোর,
ফুঁকতে থাকি শিঙ্গা জোর,
কাজের কথায় সাজবো দুজন
গান্ধীবাবার তিন বাঁদর।


কিম কহিলেন পিয়ংইয়ং,
কয়েকটা দিন ছুটি নিয়ং,
সিঙ্গাপুরী পাঁচতারাতে,
আসছি করে যা খুশীঅং।


ট্রাম্প কহিলেন, আমেরিকা,
সব প্রেসিডেন্ট পড়বে ফিকা
জেনো এবার সত্যি হবে,
পরমাণুরোধ মরীচিকা।


তারপরে কি জানোই তো,
চুক্তি করার ভান ওই তো,
শিবের গীতি গাইতে দুজন
ভেনে গেলেন ধান ওই তো।


মিডিয়া আছেন হাত তোলা
উসকে কতই আঁচ তোলা,
শেষে গিয়ে মিললো শুধু
সিঙ্গাপুরী কাঁচকলা।


আর্যতীর্থ