। কে বা কারা।


ভিনরঙাদের ঘর ভেঙে যেই অশান্ত হয় নিপাট পাড়া,
জেনে রেখো করছে এসব , আর কেউ না ‘কে বা কারা’
‘কে বা কারা’র মুখ থাকে না , সি সি টিভির আবছা ছবি,
পুলিশ খুঁজে পায় না তাদের, তদন্ততে উহ্য সবই।


‘ কে বা কারা’ মতান্তরে নেতার মুখে ‘ এলাকার লোক’
রঙের হিসেব অন্য হলেই সেই গলতির আপাতশাসক।
যুবক খুনের এফ আই আর-এ অ-মুখ অচিন অজ্ঞাতরা,
অসম্ভবের আরেক মানে ‘ কে বা কারা’র ধরা পড়া।


দাঙ্গাফাসাদ ভোটের বিবাদ পর্দাপিছে যার ইশারায়,
সাধ্য কি তার আড়াল ছেড়ে সমক্ষে তার শ্রীমুখ বাড়ায়!
ছায়ার মতো কাদের কায়া ধ্বংস বাধায় নিঁখুত প্ল্যানে,
শিবের বাবাও পাবেননা টের হাজার বছর কঠিন ধ্যানে।


সবাই জানে হচ্ছে কি তা , ভরছে কারা চিতা কবর,
হুকুমদাসের কপালে ভাঁজ, চাপতে হবে এসব খবর।
রাজনীতিকের চেনা শাগরেদ, ধর্মবাজের ষন্ড যারা,
ধরবে তাদের কেমন করে , কাজেই বনে ‘কে বা কারা’।


আর্যতীর্থ