। কেচ্ছা খবর।


খবর যখন ফেনিয়ে বলা ঘরেলু সব কেচ্ছাকে
সন্দেহ হয়, কত তাতে সত্যিকথার লেশ থাকে।
কার সাথে কে করলো পিরিত তাতে তোমার আমার কি
বদলে গেলো খবর বলার তাবত ধ্রুপদধামার কি?


স্মৃতির ভেতর খবর পড়েন মন্দ্র গলায় দেবদুলাল,
হর্ষ বিষাদ কন্ঠে শুনে শ্রোতার আবেগ টালমাটাল।
ইভা নাগের খবর পড়ায় একটুকু নেই বাড়তি সে,
খবর এখন যায় হারিয়ে নাটক করার জল মিশে।


তবুও যদি সে সব নাটক শক্ত হতো শিরদাঁড়ায়,
যেখান থেকে ‘দুধু তামুক’, সেইখানে সব ভিড় বাড়ায়।
এক চ্যানেলের মহান হিরো অন্যখানে ঘোর ভিলেন
খবর মানে এটাই দেখা কোন রঙে কে জোর দিলেন।


এখন খবর এসব ছেড়ে আরো সরেস এককাঠি,
খবর খোঁজে দিচ্ছে চ্যানেল শোবার ঘরে ধাক্কাটি।
কোন খেলোয়াড় বাইরে খেলেন, তাতেই মজে চতুর্দিক
রাজনীতি নয়, নারীর রঙে চিত্রিত হন রাজনীতিক।


পি এন পি সি এবং গুজব বরাবরের টাইমপাস,
রাজা উজির মারি সবাই, গুছিয়ে কাটি ঘোড়ার ঘাস।
কিন্তু সেসব আমোদ শুধু, সার কিছু নেই সে তথ্যে,
কেচ্ছা যখন খবর বনে, আছে কি তার নেপথ্যে?


আর্যতীর্থ