।খবর এখন।


ভুল খবরের পুনঃ পুনঃ ঠিক প্রচারে
মিথ্যাটাকে সত্যি ভাবার সংখ্যা বাড়ে।
সত্যি যারা জানতো তারাও ভাবতে থাকে
সত্যি সত্যি জেনেছে কি সত্যিটাকে?


যুগ পড়েছে মিথ্যে বলার বুক বাজিয়ে
প্যাকেজ করে পাতে দেওয়া খুব সাজিয়ে
খবর এখন বদলানো যায় পয়সা ঢেলে
ভোজবাজি হয় সঠিক গাঁটে কড়ি ফেলে।


সত্যি বলতে,সত্যি এখন অচল সিকি,
তলে তলে সবাই জানে সত্যিটা কি
কিন্তু সেটা বেচলে পরে খায় না লোকে
মিথ্যে বাঁচে দেখনদারি আর চটকে।


চটক এবং চটপটাকেই চায় যে সবাই,
ব্রেকিং নিউজ তাই তো বনে যা খুশী তাই
সত্যি যখন চারদেওয়ালে গুমরে কাঁদে
মিথ্যে তখন সত্যি নিয়ে গল্প ফাঁদে।


এমনি করেই দিন চলে যায় মিথ্যে দিয়ে
গিলতে থাকি খবরী যা দেয় বানিয়ে
হঠাৎ যদি আমায় নিয়ে খবর ঘটে
বুঝতে পারি মিথ্যেগুলো কি কুচুটে।


কিন্তু সে সব বুঝেও কোনো লাভ হবেনা
আমার জন্য নিয়ম তো আর পাল্টাবে না!
রটনাদের বাড়বে যত জোর গলাতে
ঘটনারা থাকবে ততই আবছা হতে।


বোঝা ভালো, এটাই এখন যুগের হাল,
খবররা নয় সত্যি কথা নির্ভেজাল।


আর্যতীর্থ