। খামোখা।


দিকভ্রষ্ট দেশলাই কাঠিরা খোঁজে ইন্ধন,
কোথায় জতুগৃহ দপ করে জ্বলে যাবে ধর্মখবরে,
সহজদাহ্য বড় মানুষের মন,
ঘরপোড়া গরুদের বড় ভয় করে।
টকটকে লালমেঘ আকাশের গায়ে,
দিগন্তে দাবানল শুরু হলো নাকি?
ফেসবুক বলে দেয় আগুন কোথায়,
মানুষ পোড়াতে ছোটে গুজবের ফাঁকি।।
এতটা বাড়তে দিলো ভ্রান্ত ফুলকিগুলো কোন রাক্ষস?
ভোট পেতে চোখ বোজা সব নেতা আজ,
তলে তলে করে যাওয়া বিষয়ী আপস,
বেনোজল ঘোলা করে তুলছে আওয়াজ।
ধ্বস্ত কোরান গীতা পড়ে আছে রাস্তার ধারে
যে ছিঁড়েছে জানেকি সে ভেতরে কি লেখা?
ফেসবুকে জমা হওয়া ঘৃণার পাহাড়ে,
ধর্মের বাণী রোজ খায় ভ্যাবাচেকা।
আর কত নিচে যাবে ওহে রাজনীতি,
কাঁটাতারে বেড়া টানো টুপি ও টিকিতে
পাশের বাড়িকে দেখে অযাচিত ভীতি,
ঘাবড়ে হাজার প্রাণ পারে কেড়ে নিতে।
রাজনীতি ভোট জোট নোট ঘোঁট প্রথা,
আমাদের নেয় বলি ,নেয় কুরবানি,
সে সব নোংরা খেলা না হলে অযথা
একসাথে মিশে থাকে জল আর পানি।


আর্যতীর্থ