।ক্ষমতা।


রাস্তাটা ফাঁকা হলে চালকই শাসক।
ট্রাফিক আইন তার আজ্ঞাবহ দাস।
পাদানি চেঁচাতে থাকে ‘ আরো জোরে হোক!’
গোটা রাস্তাটা তোর, বলে যায় হু হু বওয়া উল্টোবাতাস।


সুতরাং নিরাপত্তার মুখে পড়ে গতিবেগ ছাই,
একাকী চালক ছোটে, হাওয়া কেটে লক্ষ্যের দিকে সাঁই সাঁই।
যেখানে পৌঁছাবে বলে ভেবেছিলো সে,
আরও আগে পৌঁছাবে সেই আশা পোষে।


হয়তো রাস্তা জুড়ে কোথাও খন্দ কাটা আছে।
নেই সংবাদ তার গতিশীল চালকের কাছে।
কোথাও পথিক কোনো পথ পেরোবে চুপিসারে
এক লহমায় কেউ জলজ্যান্ত থেকে লাশ হতে পারে।


এসব ভাববে কেন, চালক দেখেছে তার রাস্তাটা ফাঁকা ।
অতএব উড়িয়েছে সব দুরমুশ করা গতির পতাকা।
দুম করে এসে গেলে আঁধারে ঘাপটি মারা স্থাণু কোনো ট্রাক,
কি হবে তা অনুমেয়, উহ্যই থাক...


রাস্তা নিষ্কন্টক হলে শাসকই চালক,
সাবধানে চালাবার সুবুদ্ধি হোক।


আর্যতীর্থ