। খারাপ ভালো।


এখন আমি খারাপ আছি ,
পাওনা খাতে শূন্য লেখা,
এখন আমার সব গিয়েছে
বন্ধুঝুলি বেবাক ফাঁকা,
তাই বলে কি লাগাম খুলে
তালা দেবো আস্তাবলে,
মোটেই তা না , ছুটতে যাবো
নতুন পথে কাল তাহলে।


ঘড়ির কাঁটার বেইমানিতে
মূ্ল্য নেমে কানাকড়ি
আজকে আমি হাত বাড়িয়ে
মুহূর্তদের ভিক্ষা করি
শেষ পোশাকও ছিঁড়লো দেখি
অসময়ের হ্যাঁচকা টানে,
হেরে যাওয়াই ললাটলিখন,
ইতিহাসও সেটাই জানে।
সে নয় জানুক, সবাই মানুক,
আমার মানার বাধ্যতা নেই,
এখনো যে বেঁচে আছি ,
আমার লড়ার সুযোগ তাতেই!
আজ আমাকে চিত করেছে,
আগামী তো সামনে আছে
তাকেই কাবু করতে পারি
কপালজোরে সবল প্যাঁচে।
করবো কিনা তা জানিনা,
চেষ্টা করতে বলো কি দোষ
মানছি এখন খারাপ সময়
তার মানে নয় এখন আপোষ।


খারাপ সময় ভালো সময়
একজীবনের আপেক্ষিকে,
বিষণ্ণতার হাহুতাশে
কান্নাকাটি চতুর্দিকে।
চোখের জলকে পাত্তা দেওয়া
দুনিয়াদারির নেই সে নিয়ম
বেড়ালমাফিক আঁচড় কাটে,
মাটি যদি পায় সে নরম।
এই মাটিকেই ভিত বানিয়ে
আগামীকে চমকে দেবো,
খারাপ দিনের মনখারাপের
মিটিয়ে দেবো সব হিসেবও।
এখন আমার খারাপ সময়,
যবনিকা নয় তা বলে,
মরে যাওয়ার আগেই হেরে
খেলা ছাড়ে কোন পাগলে।


আর্যতীর্থ