।খিদে।


এখনো ঠাণ্ডাঘরে বাক্য আড়ম্বরে প্রধান সমস্যা হয়ে জ্বলে থাকে খিদে,
শত শত সামিটে, ঝামেলা যায় না মিটে,  কোটি পেট কাতরায় খাবার তাগিদে।
কাগজকলমে অবশ্য হচ্ছে অঢেল শস্য সবুজ বিপ্লব নাকি জারি আজ দেশে
প্রতি পাতে রুটি দেবে, খিদেটাকে ছুটি দেবে, সেই বিপ্লব আনে কে সে?
খিদে থেকে সন্ত্রাস , খিদে করে ক্রীতদাস, খিদে পেলে লোকে বেচে সন্তান তার,
ইজ্জত আব্রুও, ফাঁকা পেটে সব ভুয়ো, জীবনে বাঁচতে গেলে রুটি দরকার।
কি হবে বুলেট ট্রেনে ,মঙ্গল রহস্য জেনে , কি হবে ব্রহ্মান্ড জুড়ে উড়িয়ে রকেট?
রাস্তায় প্রতিদিন , শিশু ঘাঁটে ডাস্টবিন, প্রগতি বুঝতে গেলে লাগে ভরপেট।
শিক্ষা ও ইত্যাদি, যার অভাব নিয়ে কাঁদি, সেসব আসবে নাকি খালি থালা চেটে?
ঘোটালায় নয়ছয় রোজ কোটি টাকা হয় কত খেলে নেতাদের টাকাখিদে মেটে?
জমিকে দিও না দোষ, হাহুতাশ আপশোষ, পৃথিবীর নেই কোনো ভাগিদারী তাতে,
সবাই কে দেবে বলে, সক্কলে খাবে বলে, সম্পদ দিয়েছিলো মানুষেরই হাতে।
আমরা জমিয়ে গেছি, সাম্য কমিয়ে গেছি, ফসল দখল করে সবখাওয়া জিদে,
দুচোখে ধর্মঠুলি, চারধারে চলে গুলি, অভাবীর ঈশ্বর হয়ে ওঠে খিদে।


এর নামই সভ্যতা, মুখে আগামীর কথা, খিদেকে চালায় নেতা যেমন সুবিধে..


আর্যতীর্থ