। খোয়াবনামা।


স্বপ্নগুলো ভীতুর মতন জাগাতে চায় আলতো টোকায়
স্বভাবতই ভাগ্য লাগে ফিসফিসানো শুনতে পাওয়ায়।
রোজের পাওয়া পেটের ভাতেও শিকড় গাঁথার শর্ত লেখা
বারণ করে মাটির সোহাগ বোকার মতো উড়তে চাওয়ায়।


ডানার কথা ভুলে গিয়ে বুকের ওপর পাথর রেখে
বেশীর ভাগই ভাতকাপড়ের চিন্তা ঘিরে বাঁচতে শেখে।
স্বপ্ন দেখার মানেই ঝুঁকি গণ্ডী থেকে বাইরে যাওয়ার,
অসাবধানে হোঁচট খাবে উঁচিয়ে থাকা ভুল পেরেকে।


তবুও কেউ জানলা খুলে আকাশ দেখে ঘাড় বাঁকিয়ে,
আটকে রাখা গরাদ ধরে হঠাৎ ওঠে ঝাঁকি দিয়ে।
চারদেওয়ালের পোষমানানো শান্তিটাকে চ্যালেঞ্জ করে,
চেনা পথের বাইরে আসে সাথে শুধুই স্বপ্ন নিয়ে।


পরের গল্পে কি যে লেখা আগামী তার হিসেব জানে,
আকাশ ছোঁয়া হয় না সফল ইচ্ছেডানার সব উড়ানে।
ব্যর্থ ওড়ার গল্প  কত মেঘ রেখেছে আড়াল দিয়ে,
সবার ডানায় জোর থাকে না ওড়ার মতো ঝড় তুফানে।


রঙবেরঙের যত কথা খোয়াবনামায় আছে লেখা
পেছনে তার  সাদাকালো টুকরো হয়ে বাঁচে একা।
সেটার ভয়ে আটপৌরে জীবনযাপন মানায় নাকি,
বেঁচে থাকার আসল মানে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা।


আর্যতীর্থ