। কবে।


এই  বুঝি দেশ উঠে বলে ফেলে মুখ ফুটে,
কারা কারা মিলে ছুঁলো তাকে অশালীন,
সরিয়ে ঘড়ির ধুলো, যদি ফোটে নামগুলো,
কাদের কবলে  ভূমি আজও পরাধীন।


প্রজারাই নাকি রাজা সে খবর ঘিয়ে ভাজা
আসল মালিক জেনো রাজনীতি দল,
চোরা কুঠুরিতে বসে ধর্ম ও জাত কষে,
নাগরিক বিভাজন করেন প্রবল।


‘কারা কারা দেবে ভোট ওরে সেই দিকে ছোট
নোট ঘোঁট জোট সব বাঁধ ওই গতে
দেশটার কি যে হবে কে ভেবেছে তা কবে
দরকারে নুন ঘষ দগদগে ক্ষতে।’


প্রগতির দিয়ে ধ্বনি যারা গায় আগমনী
ভোটে জিতে সাক্ষাৎ শনি বনে তারা
করে বদলের ভান চুপিচুপি দিয়ে যান
দেশের আব্রু ছিঁড়ে ভোটের পাহারা ।


এররকমই ঘটে চলে ,এই দলে ওই দলে
অসহ্যকেও সয়ে যায় প্রজা ভীতু,
বেঁচে থাকা চেষ্টায় সব সওয়া দেশটায়
আজীবন মেনে নেওয়া অভ্যাস থিতু।


দেশ আমার, কবে তুমি বলবে গো ‘ মি টু’ ?


আর্যতীর্থ